সিলেট নগরীর চৌহাট্টায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন মঈন উদ্দিন মঞ্জু নামে এক সাংবাদিক।
সোমবার বিকেলে চৌহাট্টার সরকারি আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিকেলে চৌহাট্টা পয়েন্ট থেকে ছাত্রলীগ ও ছাত্রদল আলাদা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
তিনি বলেন, সংঘর্ষের সময় আলিয়া মাদ্রাসার ভেতরে যান সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু। এ সময় কে বা কারা তার ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত মঈন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), সিলেটের সভাপতি।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সমন্বয়ক ডা. কায়সার খোকন জানান, সাংবাদিক মঈন হাত ও পিঠে আঘাত পেয়েছেন।