ইঞ্জিন বিকল হয়ে দিনাজপুরের চিরিরবন্দরে রেলক্রসিংয়ে সাড়ে ৩ ঘণ্টা আটকে থাকার পর ট্রেনটি সরানো হয়েছে।
বেলা সাড়ে ১১টায় দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সংযোজন করে ট্রেনটি সরানো হয়।
চিরিরবন্দর রেলস্টেশন থেকে ৫০০ গজ দূরে জায়েদার মোড়ের রেলক্রসিংয়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
স্টেশন মাস্টার শহিদুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ট্রেনটি রোববার ভারত থেকে আসা ৪২টি তেলের ওয়াগান নিয়ে পার্বতীপুরে যায়। তেল খালাস শেষে সোমবার সকালে পার্বতীপুর থেকে ভারতে ফিরছিল। চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় রেলগেট মোড় এলাকায় ইঞ্জিন বিকল হয়ে রেলক্রসিংয়ের ওপরে আটকা পড়ে ট্রেনটি।
‘বিকল্প রেল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দরে এলে সেই ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে পড়া ট্রেনটি টেনের ক্রসিং থেকে সরিয়ে নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে বিকল্প কোনো ইঞ্জিন এলে খালি ওয়াগানগুলো ভারতে ফেরত পাঠানো হবে।’