ময়মনসিংহ নগরীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বেয়াইনের ওপর।
নগরীর মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশের দোকানে রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৪০ বছর বয়সী রফিকুল ইসলামের বাড়ি ওই এলাকায়।
হত্যার বিষয়টি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে ওই এলাকার রানু বেগমের ছেলের প্রেম ছিল। তারা গত মাসে বিয়ে করেন। তা মেনে নেননি রানু। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে রাতে রফিকুলকে দোকানের সামনে একা পেয়ে ছুরিকাঘাত করেন রানু ও তার দুই ভাই মো. আনিসুর, মো সাদ্দাম।
ওসি জানান, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রফিকুলকে পড়ে থাকতে দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি। তাকে খোঁজা হচ্ছে।