বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মায় চুবনি: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফখরুলের

  •    
  • ১৯ মে, ২০২২ ১৭:০৫

খালেদা জিয়ার উক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বলেছে, স্প্যানগুলো যে বসাচ্ছে, সেটা ছিল তার কাছে জোড়াতালি দেয়া। পদ্মা সেতু বানাচ্ছে, তাতে চড়া যাবে না, চড়লে সেটা ভেঙে যাবে। তার সঙ্গে তার কিছু দোসররা। তাদের কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেয়া উচিত।’

পদ্মা সেতুতে নিয়ে চোবানোর যে কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে হত্যার হুমকি হিসেবে দেখছে বিএনপি। সরকারপ্রধানকে এই ধরনের কথা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নইলে তারা আইনি ব্যবস্থা নেবেন।

আওয়ামী লীগপ্রধান পদ্মা সেতু, বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে নিয়ে বক্তব্য রাখার পরদিন বৃহস্পতিবার তার জবাব দেন ফখরুল।

ঠাকুরগাঁওয়ে বিএনপির দলীয় কার্যালয়ে শ্রমিক দলের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

বিএনপি ক্ষমা চেয়ে পদ্মা সেতু ব্যবহার করতে পারবে- তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন একটি উক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, ‘এই সেতু তথ্যমন্ত্রীর বাবার টাকায় হয়নি।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই ধরনের উক্তি করলে তার যে আইনগত বিষয় থাকে, সেটা আমরা নেব।’

কী বলেছিলেন প্রধানমন্ত্রী

আগের দিন রাজধানীতে আওয়ামী লীগের দলীয় এক আলোচনায় শেখ হাসিনা জানান, পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক যেন সরে যায়, সে জন্য ড. ইউনূস, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক নানা সক্রিয় চেষ্টা চালিয়েছেন।

আওয়ামী লীগ জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, এই সেতু ভেঙে পড়ে যাবে- এই ধরনের বক্তব্য রাখায় খালেদা জিয়ার প্রতিও ক্ষোভ জানান শেখ হাসিনা।

নানা বক্তব্য উল্লেখ করে তিনি পদ্মা সেতুবিরোধীদের সেতুতে নিয়ে চোবানোর কথা বলেন।

খালেদা জিয়ার উক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বলেছে, স্প্যানগুলো যে বসাচ্ছে, সেটা ছিল তার কাছে জোড়াতালি দেয়া। পদ্মা সেতু বানাচ্ছে, তাতে চড়া যাবে না, চড়লে সেটা ভেঙে যাবে। তার সঙ্গে তার কিছু দোসররা। তাদের কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেয়া উচিত।’

ড. ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘যিনি (ড. ইউনূস) এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো টাকা বন্ধ করেছেন, তাকেও আবার পদ্মা নদীতে নিয়ে দুটি চুবনি দিয়ে উঠিয়ে নেয়া উচিত, মরে যাতে না যায়। পদ্মা নদীতে দুটি চুবনি দিয়ে সেতুতে উঠিয়া নেয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়।’

‘এটা প্রচ্ছন্নভাবে হত্যার হুমকি’

ফখরুল বলেন, তিনি মনে করেন সরকারপ্রধানের এই বক্তব্য প্রচ্ছন্নভাবে খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার হুমকি।

তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি রয়েছেন, যেভাবেই আসুন না কেন। তিনি এই ধরনের উক্তি করতে পারেন না।

‘সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, তাকে সরাসরি হত্যার হুমকির শামিল। সেতু থেকে ফেলে দেয়া- এটা কখনই স্বাভাবিক ঘটনা হতে পারে না। আমরা বিস্মিত হয়েছি এবং ক্ষুব্ধ হয়েছি এবং প্রচণ্ডভাবে নিন্দা জানাই তার এই উক্তিকে।’আরও পড়ুন: পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের মিশনে মাহফুজ আনামও: প্রধানমন্ত্রী

ফখরুল বলেন, ‘এই রকম অরাজনৈতিক, অশালীন বক্তব্য কেউ কখনও আশা করতে পারে না। কিন্তু ওনার স্বভাবই এটা। তিনি এভাবেই কথা বলেন এবং এভাবেই তার প্রতিপক্ষকে অশালীন ভাষায় কথা বলেন এবং আক্রমণ করেন, যা রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না।

‘আমাদের দুর্ভাগ্য আমাদের জাতি এই ধরনের নেতৃত্ব থেকে এই ধরনের কথাবার্তা শুনেছে।’

ড. ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটি নিয়ে ফখরুল বলেন, ‘এটাও পুরোপুরিভাবে আমি মনে করি যে সমস্ত রকম রাজনৈতিক শিষ্টাচার, শালীনতা, ভদ্রতা, সবকিছুর বাইরে। এই কথাটা বলার অর্থই হচ্ছে তিনি প্রচ্ছন্ন হুমকি বলা যায়। জীবনের প্রতি হুমকিই বলা যায়।’

আগের দিন পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পেছনে ড. ইউনূসের ভূমিকা আছে বলে পুরোনো অভিযোগ নতুন করে তোলেন প্রধানমন্ত্রী।

বলেন, ‘পদ্মা সেতুর অর্থ বন্ধ করাল ড. ইউনূস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম, গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে, ইমেরিটাস উপদেষ্টা হিসেবে থাকার জন্য, আরও উচ্চ মানের। কিন্তু সেখানে সে থাকবে না। তার এমডিই থাকতে হবে। কিন্তু তার বয়সে কুলায় না।

‘কিন্তু প্রতিহিংসা নেয় ড. ইউনূস এবং যেটা আমরা শুনেছি মাহফুজ আনাম। তারা আমেরিকায় চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়। হিলারির কাছে ইমেইল পাঠায়। বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার জোয়েলিক তার শেষ কর্মদিবসে কোনো বোর্ডসভায় না, পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়।’

ওনার বাপের টাকায় সেতু নয়

ক্ষমা চেয়ে বিএনপিকে পদ্মা সেতু ব্যবহার করতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ যে পরামর্শ দিয়েছেন, তার কী জবাব দেবেন- এমন প্রশ্ন ছিল একজন সাংবাদিকের।

জবাবে ফখরুল বলেন, ‘এটা ওনার বাবার টাকায় তৈরি করা না, বাংলাদেশের মানুষের টাকায় তৈরি করা। বাংলাদেশের মানুষের এটা পুরোপুরি ট্যাক্সের টাকা। এই টাকাও তারা লুট করেছে। ১০ হাজার কোটি টাকার সেতু তারা ৩০ হাজার কোটি টাকায় বানিয়েছে।

এই সেতুর নাম শেখ হাসিনার নামে হওয়া উচিত বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন, সে বিষয়ে তার মতামত জানতে চাইলে ফখরুল কিছু বলতে রাজি হননি। বলেন, ‘এটা আমার বিষয় না।’

সরকারকে বাধ্য করা হবে

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণে সরকারকে বাধ্য করার ঘোষণাও দিয়েছেন ফখরুল।

বিএনপির নির্বাচন নিয়ে প্রস্তুতি বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতির কথা এখন কোনো চিন্তা করছি না। নির্বাচন কীভাবে হবে, সেই চিন্তা করছি। আমাদের কথা একদম পরিষ্কার, সরকারকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর নতুন করে একটা নির্বাচনের অধীনে জনগণের ভোটের ব্যবস্থা করতে হবে।’

সরকার যদি না মানে তাহলে কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারকে মানাতে বাধ্য করব আমরা, জনগণ বাধ্য করবে।’

গত দুটি জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত ভুল ছিল কি না, এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘বিএনপি কখনও বলে না ভুল ছিল। নির্বাচনে না যাওয়াও ভুল ছিল না, যাওয়াটাও ভুল ছিল না। ২০১৪ সালের নির্বাচনে যাইনি কেয়ারটেকার সরকারের দাবিতে, পরবর্তী নির্বাচনে গেছি এটা প্রমাণ করতে যে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

আপনারা সব সময় এই মুহূর্তে সরকারের পদত্যাগ চান। তাহলে জাতীয় সংসদে বিএনপির সদস্যরা কেন পদত্যাগ করছেন না- এমন প্রশ্ন রাখেন একজন সাংবাদিক।

উত্তরে ফখরুল বলেন, ‘সময় এলেই পদত্যাগ করবে। সময় যখন আসবে, তখন দেখবেন ঠিকই পদত্যাগ করেছে।’

বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করে বিএনপি আগামী নির্বাচকে ভণ্ডুল করার চেষ্টা করছে বলে ওবায়দুল কাদেরের বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, ‘এটা সব সময় তারা বলে থাকেন। নির্বাচন তো তারা লুট করে নিয়ে যান। গত দুটি নির্বাচন তারা চুরি করে, ডাকাতি করে নিয়ে গেছেন। জনগণকে ভোট দিতে দেননি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে দেননি। উল্টো বিরোধী দলের ওপর দোষ চাপান।

‘আমেরিকায় গিয়ে পররাষ্ট্রমন্ত্রী তাদের কাছে সাহায্য চেয়েছেন, নির্বাচনে যেন বিএনপি আসে। আমরা বিদেশিদের সঙ্গে এই ধরনের কোনো অনুরোধ করি না।’

‘লুটপাটের কারণে পণ্যমূল্য বৃদ্ধি’

এর আগে ফখরুল নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানেও তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী হত্যার হুমকি দিয়েছেন।

বিএনপি নেতার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে।

তিনি বলেন, ‘হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের রিজার্ভ সংকটে ফেলে দিয়েছে সরকার। অথচ এদিকে কোনো খেয়াল নেই। বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরো খবর