বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেঘনায় ডুবে যাওয়া জাহাজের সব গম নষ্টের শঙ্কা

  •    
  • ১৯ মে, ২০২২ ১৬:৪৫

গম আমদানিকারকের প্রতিনিধি সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন বলেন, ‘জাহাজটি যে স্থানে ডুবে গেছে এখনও সেই স্থানেই আছে। এ ছাড়া জাহাজের ইঞ্জিনে পানি ঢুকে পড়েছে। এসব গম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জাহাজের গমগুলো উদ্ধারের জন্য চেষ্টা করা হলেও তেমন অগ্রগতি নেই। জাহাজটি উদ্ধার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।’

লক্ষ্মীপুরের রামগতির চরআবদুল্লাহ ইউনিয়নে মেঘনা নদীর তিল্লার চর এলাকায় ডুবে যাওয়া কর্গোর সব গম নষ্টের আশঙ্কা করছেন গম আমদানিকারকের প্রতিনিধি সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন।

তিনি বলেন, বুধবার বিকেলে জাহাজটি রামগতির তিল্লার চর এলাকায় অজ্ঞাত কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে আংশিক ডুবে যায়। জাহাজে নাজিম এগ্রোর ১ হাজার ৬০০ টন গম ছিল। গতকাল জাহাজের একটি হেজ কিছুটা ভেসে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার সেটিও ডুবে গেছে। এখন শুধু জাহাজের ব্রিজটি দেখা যাচ্ছে।

‘জাহাজটি যে স্থানে ডুবে গেছে এখনও সেই স্থানেই আছে। এ ছাড়া জাহাজের ইঞ্জিনে পানি ঢুকে পড়েছে। এসব গম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জাহাজের গমগুলো উদ্ধারের জন্য চেষ্টা করা হলেও তেমন অগ্রগতি নেই। জাহাজটি উদ্ধার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।’জাহাজের সব গম নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

জাহাজের স্থানীয় প্রতিনিধি রাজু দাস জানান, নাজিম এগ্রোর ১ হাজার ৬০০ টন গম ছিল। এসব গম নিয়ে জাহাজটি ডুবে যায়। তবে নদীতে জোয়ার ও তীব্র স্রোত রয়েছে। কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। এখন জাহাজের ইঞ্জিনেও পানি ঢুকে পড়েছে। সব গম নষ্ট হয়ে গেছে। জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।

চরআবদুল্লাহ ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, চরগজারিয়ার অদূরে গমভর্তি কর্গো জাহাজ ডুবে গেছে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। তবে ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন নিউজবাংলাকে বলেন, জাহাজের নিচে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। ফলে জাহাজ ডুবে যায়। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জাহাজটি উদ্ধার করে কিনারে আনার তেমন উদ্যোগ নেই। এতে করে সব গম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চরগজারিয়ার পুলিশ ফাঁড়ির পুলিশকে নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশের নজরে রয়েছে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ডুবে যাওয়া জাহাজ সম্পর্কে অবহিত নয় বলে জানান। বিষয়টি খতিয়ে দেখতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এর পরও খোঁজখবর নেয়া হচ্ছে। জাহাজ কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় ও জেলা প্রশাসনকে জানায়নি।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে জাহাজ এমভি তামিম ঢাকার কাঁচপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু জাহাজটি বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতির চরআবদুল্লার তিল্লার চর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কিছুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।

এ বিভাগের আরো খবর