চাঁদপুরের সদরে জেলেদের জন্য বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের দুটি গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ বুধবার বেলা ১১টার দিকে কল্যাণপুর ইউনিয়নে পর্যবেক্ষণে এসে চালের হিসেবে গড়মিল পাওয়ায় গুদাম দুটি সিলগালা করে দেন।
ইউএনও নিজেই নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা রক্ষায় কল্যাণপুর ইউনিয়নের জেলেদের জন্য ৫৩ দশমিক ৬৮০ টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু এসব চাল নির্দিষ্ট সময়ে জেলেদের মধ্যে বিতরণ করা হয়নি। পরে উপজেলা প্রশাসন পর্যবেক্ষণে আসলে দেড় টন চালের হিসেব মেলেনি। এসময় ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান গুদাম দুটি সিলগালা করে দেন।
এ বিষয়ে জানতে কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীকে তার ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং বাড়িতে খোঁজ নিয়ে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
ইউনিয়ন পরিষদের সচিব মো. মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘পরিষদের দুটি গুদামে ৪৫ বস্তা চাল গড়মিল পাওয়ায় সিলগালা করা হয়েছে। গুদামে চাল না থাকার কারণটি আমার জানা নেই। এটির দায়িত্বে চেয়ারম্যান ছিলেন।’
ইউএনও বলেন, ‘আমরা আপাতত চাল বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছি। চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’