বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলন্ত বাসে ‘ডাকাতকে’ পিটুনি: হাসপাতালে মৃত্যু

  •    
  • ১৭ মে, ২০২২ ১২:৫৭

আশুলিয়া থানার এসআই মো. আসলামুজ্জামান জানান, সোমবার রাতে নবীনগর এলাকায় পিটুনিতে গুরুতর আহত ওই ব্যক্তিকে আটক করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর রাতেই তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসে অস্ত্র ধরে ডাকাতির অভিযোগে আটক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। পিটুনি দেয়া ওই ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলামুজ্জামান নিউজবাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে নবীনগর এলাকায় পিটুনিতে গুরুতর আহত ওই ব্যক্তিকে আটক করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর রাতেই তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

এসআই বলেন, ‘চলন্ত বাসে ডাকাতির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তার পরিচয় এখনও জানা যায়নি। ডাকাতির সময় বাসের দুই থেকে তিনজন যাত্রী আহত হওয়ার কথা শুনলেও আমি ঘটনাস্থলে গিয়ে তাদের পাইনি।’

নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী বলা ইমরান খান নামের এক যুবক বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন এক নারীকে চলন্ত বাস থেকে ফেলা দেয়া হয়। অন্য যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করছিল।

‘মার্কেটের সামনে থাকা ট্রাফিক পুলিশের এক এসআই ওই নারীকে ফেলে দিতে দেখে দৌড়ে গিয়ে বাসে ওঠেন।’

হেলাল উদ্দিন নামের ওই এসআই বলেন, ‘ডাকাতির কথা শুনে কোনো কিছু চিন্তা না করে আমি যাত্রীদের বাঁচাতে যাই। আমার কাছে কোনো অস্ত্র বা লাঠি কিছুই ছিল না। বাসে তিনজন অস্ত্রধারী ছিল। তাদের মধ্যে একজনকে জাপটে ধরে ইঞ্জিনের ওপর ফেললে বাকি দুজন পালিয়ে যায়।

‘এরপর বাসের ও বাইরের লোকজন ওই ডাকাতকে পিটুনি দেয়। আমি একা তাদের থামাতে পারিনি। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে তারা ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালে ভর্তি করে। ছুরিটাও পুলিশ উদ্ধার করেছে। তবে সাভার পরিবহনের বাসটা সুযোগ বুঝে পালিয়ে গেছে।’

এ বিভাগের আরো খবর