নিখোঁজের ৬ ঘণ্টা পর নানা বাড়ির পাশের গোয়ালঘরে পাওয়া গেছে ১০ মাস বয়সী শিশুর বস্তাবন্দি মরদেহ।
শেরপুরের নকলা উপজেলার পাঁচকাহনীয়া এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম আরিয়ান। সে খন্দকার পাড়ার সজল মিয়া ও আইরিন বেগমের ছেলে। মায়ের সঙ্গে পাঁচকাহনীয়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আ. হান্নান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রোববার দুপুর ১টার দিকে আইরিন বেগমের মামাতো ভাই আদম আলী আরিয়ানকে কোলে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে যান। এরপর থেকে আরিয়ানকে আর পাওয়া যাচ্ছিল না। আদম আলীও নিখোঁজ। সন্ধ্যা ৭টার দিকে পাশের গোয়ালঘরে খুঁজতে গিয়ে বস্তার ভেতর পাওয়া যায় নিথর আরিয়ানকে। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা হান্নান জানান, শিশুটির মরদেহ নকলা হাসপাতালে আছে। আদম আলীকে খোঁজা হচ্ছে।