নড়াইলে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ অন্তত চারজন।
পৌরসভার ধোপাখোলা মোড়ে রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২০ বছর বয়সী নিহত শান্ত মন্ডল পৌরসভার উজিরপুর গ্রামের রাজা মন্ডলের ছেলে। তিনি গোবরা মৈত্র কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। আহতরা হলেন সদর উপজেলার ভওয়াখালি গ্রামের ৪২ বছর বয়সী রাধিকা বিশ্বাস, ৩০ বছর বয়সী সঞ্জয় বিশ্বাস, ২৯ বছর বয়সী নুপুর বিশ্বাস ও ৬ মাস বয়সী শিশু পাপ্পু বিশ্বাস। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর।পরিবারের বরাতে তিনি জানান, বাড়ি থেকে সকালে মোটরসাইকেল নিয়ে বের হন শান্ত। নানিবাড়ি পংকবিলা যাওয়ার সময় ধোপাখোলা মোড়ে তার বাইকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়।
সে সময় শান্ত বাইক থেকে পড়ে যান এবং ভ্যানে থাকা চারজন যাত্রী ছিটকে পড়ে আহত হন। তখনই স্থানীয়রা আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।