বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়কে ঝরল মা-মেয়েসহ তিন প্রাণ

  •    
  • ১৫ মে, ২০২২ ১১:৪০

পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, ‘২ মোটরসাইকেলের সংঘর্ষে ও মাটি ভরাট ট্রাক্টরের সঙ্গে ধাকায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।’

রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

এর মধ্যে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

নওহাটায় আমান কোল্ড স্টোরের সামনে রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে, ৪৮ বছরের আব্দুল মান্নানের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ছোট বিড়ালদহ গ্রামে। এ ছাড়া ৩৩ বছরের বিথি নিয়ামতপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আক্তার আলীর স্ত্রী ও তার চার বছরের মেয়ে মরিয়ম জান্নাত। আহত আক্তার আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ঘটনাস্থলে প্রথমে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর মাটি ভরাট ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও শিশু মরিয়ম জান্নাত।

পরে মরিয়মের বাবা আক্তার ও মা বিথিকে আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিথিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. বিল্লাল হোসেন বলেন, ‘হাসপাতালে ভর্তির পর বিথিকে মৃত ঘোষণা করা হয়। তার স্বামী আক্তার চিকিৎসাধীন রয়েছেন।’

এ বিভাগের আরো খবর