বরিশালের মুলাদীতে বজ্রপাতে রবিউল চৌকিদার নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ-লক্ষ্মীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী রবিউলের বাড়ি মুলাদীর জালালাবাদ-লক্ষ্মীপুর গ্রামে।
রবিউলের পারিবারিক সূত্র জানায়, তিনি সিঙ্গাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ঈদুল ফিতরের আগে তিনি দেশে ফেরেন। শুক্রবার দুপুরে আকাশ মেঘে ঢেকে গেলে রবিউল বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন।
স্বজনেরা তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইমুন মাহমুদ বাঁধন মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এশার নামাজের পর জানাজা শেষে প্রবাসী রবিউলকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।