কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে নাতি হৃদয়কে সঙ্গে নিয়ে মনসুর আলী এলাকার একটি পুকুরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। মনসুর আলী আহত হয়েছেন।
জয়পুরহাট কালাইয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হৃদয় হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দাদা গুরুতর আহত হয়েছেন।
উপজেলার শ্রীপুর গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১১ বছরের হৃদয় শ্রীপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে নাতি হৃদয়কে সঙ্গে নিয়ে মনসুর আলী এলাকার একটি পুকুরে মাছ ধরতে যান।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয় এবং আহত মনসুর আলীকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।