চট্টগ্রামে গ্যাসের মিটার মেরামতের জন্য গ্রাহকের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আটক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিশিয়ানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বিকেলে দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ মামলাটি করেন।
মামলার তিন আসামি হলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদ, তার সহযোগী মো. বশির সরকার ও ঠিকাদার মো. এরশাদ।
দুদক কর্মকর্তা আবু সাঈদ জানান, আসামিরা পরস্পরের যোগসাজশে এক গ্রাহকের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন। ওই গ্রাহকের কাছে ঘুষ দাবি করেন মুছা খালেদ। তার সহযোগী বশির ঘুষের টাকা নগরীর ২ নম্বর গেট এলাকায় ওই গ্রাহক থেকে গ্রহণ করেন।
গ্রাহক ঘুষ দাবির বিষয়টি পুলিশকে জানিয়ে রেখেছিলেন। ঘুষের টাকা নেয়ার পর বশিরকে পুলিশ হাতেনাতে আটক করে।
আবু সাঈদ জানান, আদালতের নির্দেশে ঘটনাটি তদন্ত করে দুদক। বৃহস্পতিবার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মামলা করা হয়।