বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুটবল খেলতে গিয়ে মাঠে যুবকের মৃত্যু

  •    
  • ১২ মে, ২০২২ ০১:০৭

ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহ বলেন, ‘ফুটবল খেলার মাঠে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয়রা আমাকে অবহিত করেন।’

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফুটবল খেলার মাঠে ‘শ্বাসকষ্টে’ যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার নূর সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. ফয়সাল। তার বয়স ২৩ বছর।

তিনি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নূর সোনাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা মো. ফারুক জানান, প্রতিদিন বিকেলে নূর সোনাপুর গ্রামের মাঠে দুই দল ফুটবল খেলে। বুধবার বিকেলের দিকে ফয়সাল বাড়ির পাশের ওই মাঠে ফুটবল খেলতে যান।

প্রথমার্ধের খেলা শেষে ফয়সাল পানি খেয়ে আবারও খেলতে নামেন। সন্ধ্যার দিকে ফয়সালের শ্বাসকষ্ট হয় ও বুকে ব্যথা শুরু হয়। পরে খেলার মাঠেই অসুস্থ হয়ে পড়েন।

ফারুক জানান, পরে স্থানীয় লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহ।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘ফুটবল খেলার মাঠে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয়রা আমাকে অবহিত করেন।

‘ফয়সল চট্টগ্রাম বন্দরে চাকরি করতেন। ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে আসেন। বিকেলের দিকে বড় ভাইকে জানিয়ে ফুটবল খেলতে যান ফয়সাল। তিনি আগে থেকে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।’

এ বিভাগের আরো খবর