রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরেকজন।
কাপ্তাই কর্ণফুলী নদীর জামছড়ি এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ৬ জনের একটি দল কাপ্তাইয়ে ঘুরতে আসে। তারা বিকেলে কর্ণফুলীতে গোসল করতে নেমে। এর মধ্যে দুজন স্রোতে তলিয়ে যায়। আশপাশের লোকজন ৯৯৯ নম্বরে কল দিলে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
তারা সন্ধ্যার দিকে লোকেশ বৈদ্য নামে একটি ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখনও নিখোঁজ আছেন অপূর্ব নামে আরেকজন।
ওসি আরও জানান, পর্যটক দলটি চট্রগ্রামের পূর্ব মাদার বাড়ি থেকে কাপ্তাই এসেছে। তারা নৌকা ভাড়া করে কর্ণফুলী দিয়ে কাপ্তাইতে আসে।