নোয়াখালীর কবিরহাটে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের জয়দেবপুর সদর থানার সালনা এলাকা থেকে বুধবার ভোরে আসামিদের গ্রেপ্তার করে কবিরহাট থানা পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বুধবার দুপুর ১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন নিহতের মেয়ে শাহিনা আক্তার, তার স্বামী মো. নুর নবী ওরফে সুমন ও ছেলে মো.ইউছুফ ওরফে শামীম।
নিহত মহিন উদ্দিন সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ সুপার জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের ৬০ বছরের মহিন উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে তার মেয়ে, মেয়ের জামাই ও নাতিদের বিরুদ্ধে।
এ ঘটনায় পর দিন সকালে নিহতের আরেক মেয়ে কবিরহাট থানায় একটি হত্যা মামলা করেন। আসামি করা হয় নুর নবী, তার স্ত্রী শাহেনা আক্তার ও ছেলে মো. ইউছুফ ওরফে শামীম। এছাড়া মামলায় নুর নবীর আরেক ছেলেকেও আসামি করা হয়।
এজাহারে বলা হয়েছে, নুর নবী তার পরিবার নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। পারিবারিক সম্পত্তি নিয়ে শ্বশুর মহিন উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল জামাতা নুর নবী সুমনের। ঘটনার দিন সন্ধ্যায় এ নিয়ে মহিনের সঙ্গে সুমন, মেয়ে শাহানা আক্তার ও নাতিদের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে মহিনকে পিটিয়ে জখম করে তারা। পরে বাড়ির লোকজন ও স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।