রাষ্ট্রপতি আব্দুল হামিদের ১২ থেকে ১৪ মে সাজেক সফর স্থগিত করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আসানির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত করা হয়েছে। পরে কবে সফরে আসবেন সে ধরনের তথ্য জানানো হয়নি।’
রাষ্ট্রপতি সাজেক সফরে আসাকে কেন্দ্র করে সাজেকে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী,পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন।
রাষ্ট্রপ্রতি আসবেন বলে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের জন্য কয়েকটা রুম বরাদ্দ রেখে বাকি হোটেল রিসোর্টের রুম বুকিংয়ের কথা বলা হয়েছিল। ডাবল রুম ৪৩০টি এবং কাপলরুম ১০৭টি বুকিং বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল।
রাষ্ট্রপতির সফর বাতিল হওয়ায় ক্ষতি হয়েছে বলে জানান সাজেক হোটেল রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি জয় মারমা।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘শুনেছি ঘূর্ণিঝড়ের কারণে তিনি আসতে পারেননি। আগামীকাল থেকে আবার রুম বুকিং কার্যক্রম চলবে।’
সাজেকের জুম্মবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সুমেধ চাকমা নিউজবাংলাকে বলেন, ‘রাষ্ট্রপতি সাজেকে আসবেন বলে হোটেলের সব রুম বুকিং বাদ দিতে হয়েছিল। শুনেছি ঘুর্ণিঝড়ের কারণে তিনি সাজেকে আসবেন না। আগামীকাল থেকে পুনরায় পর্যটকদের জন্য রুম বুকিং কার্যক্রম চলবে।’
একটি হোটেল অ্যান্ড রিসোর্টের মালিক বলেন, ‘১২ থেকে ১৪ মে তিন দিন বুকিং প্রায় বন্ধ থাকায় অনেক টাকা লোকসান হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সাজেকের কোনো হোটেল কিংবা রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়নি। আংশিক বন্ধ রাখার কথা বলা হয়েছিল।’