বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাওয়াতপত্রে নাম নেই, নির্বাচন কমিশনারের অসন্তোষ

  •    
  • ১০ মে, ২০২২ ২০:৩৮

‘আমি কেন আসলাম? আমার তো আসা উচিত ছিল না। আমি আগে থেকেই বলেছি, ঘটা করে চারজনকে আনার দরকার নাই। আমাদের বক্তব্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সাহেব থাকলেই যথেষ্ট। আর তো কারও থাকার দরকার নাই ঘটা করে। দক্ষতার প্রমাণ কিন্তু এটা।’

প্রশিক্ষণ কর্মসূচির দাওয়াতপত্রে নাম না থাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ‘ছোটখাটো’ আয়োজনে সব কমিশনারের উপস্থিতির দরকার নেই জানিয়ে ভবিষ্যতে সব অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানাতেও বলেছেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

আনিছুর রহমান জানান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক দলবলসহ গিয়ে তাকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান। সোমবার রাত ১০টা ২ মিনিটে তাকে কর্মসূচির কাগজ পাঠানো হয়। এতে তিনি দেখতে পান, সেখানে তার নাম নেই। এর কয়েক মিনিট পর মহাপরিচালক ফোন করে দুঃখ প্রকাশ করেন এবং আমন্ত্রণপত্রটি সংশোধন করেন।

অনেকেই নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশংসা করে জানিয়ে আনিছুর রহমান বলেন, ‘আমি সেটা ডিফার (ভিন্নমত পোষণ) করি এবং প্রথম থেকেই আমি ডিফার করি। আমি ডিফার করেই যাব। এটা হওয়া উচিত না।’

আনিছুর রহমান বলেন, ‘আমি কেন আসলাম? আমার তো আসা উচিত ছিল না। আমি আগে থেকেই বলেছি, ঘটা করে চারজনকে আনার দরকার নাই। আমাদের বক্তব্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সাহেব থাকলেই যথেষ্ট। আর তো কারও থাকার দরকার নাই ঘটা করে। দক্ষতার প্রমাণ কিন্তু এটা।’

তিনি বলেন, ‘কেউ অসন্তুষ্ট হলে আমার কিছু আসে যায় না। আমি আনিছুর রহমান ৩৪ বছর যেভাবে কাজ করেছি, সেভাবেই বাকি ৫ বছরও করে যাব। এভাবেই করে যাব। কারও চোখের দিকে তাকিয়ে কিছু বলতে তার কষ্ট লাগে না। চোখ বন্ধ করে থাকলেও কষ্ট লাগে না।’

বক্তব্যের শেষে আনিছুর রহমান বলেন, এ ধরনের অনুষ্ঠানে আমাকে না ডাকলে ভালো হবে। আমি আর এ ধরনের প্রোগ্রামে থাকতে চাই না।’

নির্বাচন কমিশনারের বক্তব্য শেষ হওয়ার পর অন্য কমিশনাররা বক্তব্য দেয়ার আগেই কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির খোন্দকার দাওয়াতপত্রে নাম না থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মহাপরিচালক হোয়াটসঅ্যাপে যে দাওয়াতপত্র আনিছুর রহমানকে পাঠিয়েছেন সেখানে তার নাম ছিল না। এটা নিঃসন্দেহে মিসকন্ডাক্ট। এ বিষয়ে যে অফিশিয়াল ব্যবস্থা নেয়া প্রয়োজন, তা নেয়া হবে।’

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, তিন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীরও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর