ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং ও চৌদ্দগ্রামে মঙ্গলবার গাড়িচাপায় দুইজন নিহত হয়েছেন।
বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় মহাসড়কে গাড়িচাপায় আলতাব হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকেলে সাকুরা সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী আলতাবের বাড়ি রংপুরের পীরগঞ্জে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের কালাকচুয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী লেনে একটি গাড়ি আলতাবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। চাপা দেয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে চৌদ্দগ্রামে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় শাহাদাৎ হোসেন নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। মিয়াবাজার টাইমস্ স্কয়ার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ৩২ বছর বয়সী শাহাদাৎ উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মহসিন এসব তথ্য নিশ্চিত করেছেন।