ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
আশুগঞ্জ উপজেলার আলমনগর ও যাত্রাপুর এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন সিলেটের জগন্নাথপুরের ৫৫ বছর বয়সী কাইয়ুম আহমেদ। নিহত আরেকজনের বয়স আনুমানিক ২২ বছর।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে আলমনগর এলাকায় রেললাইনের পাশ থেকে কাইয়ুমের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, তা জানা যায়নি।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে কাটা পড়েন এক যুবক। তার পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ২২ বছর।
ওসি জানান, দুজনের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।