রাজধানীর ভাটারায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা ১০০ ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবকের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
এ ঘটনায় অটোরিশার চালক আবুল কালামকে ঢাকা মেডিক্যাল ক্যাম্পের পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া বিল্লাল হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ওই যুবক বাইসাইকেল চালিয়ে ভাটারা ১০০ ফিট ফ্যামিলি বাজার রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। সেখানেই রাস্তায় পড়ে মাথায় গুরুতর জখম হয়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে অটোরিকশার চালককে নিয়েই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাই, সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’