বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা

  •    
  • ৮ মে, ২০২২ ২১:২০

আব্দুস কুদ্দুছ বলেন, ‘আমার জমির কলাগাছগুলো কেটে ফেলায় থানায় অভিযোগ করেছি। তাদের বিবাদ আমার সঙ্গে, কলাগাছগুলো কেন কাটল। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এদের বিচার হওয়া উচিত।’

মাদারীপুরের কালকিনিতে তিন শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এ কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন এবিএম আব্দুস কুদ্দুছ নামে এক মাদ্রাসাশিক্ষক। এতে তার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন।

রোববার বিকেলে কলাগাছ নিধনের ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

কালকিনির এনায়েতনগর এলাকার দড়িচর-লক্ষ্মীপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

কুদ্দুছ বলেন, ‘দড়িচর-লক্ষ্মীপুর গ্রামে পৈতৃক ৬৪ শতাংশ জমিতে তিন মাস আগে তিন শতাধিক কলাগাছ রোপণ করি। ওই জমি নিয়ে একই এলাকার লোকমান সরদারের সঙ্গে অনেক দিন ধরে মাদারীপুর আদালতে মামলা চলছিল।

‘এ পর্যায়ে মামলায় রায় আমার পক্ষে আসে। এতে ক্ষিপ্ত হয়ে লোকমান সরদার, সুমন সরদার ও শাহিন সরদারসহ বেশ কয়েকজন কলাগাছগুলো কেটে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমার জমির কলাগাছগুলো কেটে ফেলায় থানায় অভিযোগ করেছি। তাদের বিবাদ আমার সঙ্গে, কলাগাছগুলো কেন কাটল। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এদের বিচার হওয়া উচিত।’

এ বিষয়ে লোকমান সরদার বলেন, ‘ওই জমি আমার। জায়গা কুদ্দুছের দখলে আছে বুঝাতে কলাগাছ লাগাইছে। তাতেও আমার কিছু যায় আসে না। তার কলাগাছ কে কেটেছে, তা জানি না।’

কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘কলাগাছ কাটার ঘটনায় ব্যক্তি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। শুনেছি, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ চলে আসছে।’

এ বিভাগের আরো খবর