বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুয়া চিকিৎসক আটক, জরিমানা

  •    
  • ৮ মে, ২০২২ ১৪:২৪

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম বলেন, ‘আহমদ জামিল মুজহারী জাম্মি দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার ভিজিটিং কার্ডে লেখা রয়েছে বিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়), সিপিআর (বারডেম হাসপাতাল), ঢাকা। এফটিসি (ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল), ঢাকা। প্রাক্তন ডেন্টাল সার্জন (নেব্স ডেন্টাল ক্লিনিক), ঢাকা। রেজি নং ৫৪৪০ (ঢা.বি.)। যে ডিগ্রিগুলো ব্যবহার করছেন, তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।’

চুয়াডাঙ্গায় এক ভুয়া চিকিৎসককে আটকসহ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সিলগালা করা হয়েছে প্রতিষ্ঠানটি।

চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারের জাম্বি ডেন্টাল কেয়ারে রোববার দুপুর ১টার দিকে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চিকিৎসক সেজে অপচিকিৎসা দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারের জাম্বি ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। সেখান থেকে আহমদ জামিল মুজহারী জাম্মিকে আটক করা হয়।

‘ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিলগালা করা হয়েছে তার প্রতিষ্ঠানটি।’

তিনি আরও বলেন, ‘আহমদ জামিল মুজহারী জাম্মি দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার ভিজিটিং কার্ডে লেখা রয়েছে বিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়), সিপিআর (বারডেম হাসপাতাল), ঢাকা। এফটিসি (ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল), ঢাকা। প্রাক্তন ডেন্টাল সার্জন (নেব্স ডেন্টাল ক্লিনিক), ঢাকা। রেজি নং ৫৪৪০ (ঢা.বি.)। যে ডিগ্রিগুলো ব্যবহার করছেন, তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।’

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর