নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও তার সহযোগীদের হামলায় চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাতে তিনি মারা যান।
নিহতের নাম আতাবুর রহমান আকন্দ। ৪৫ বছরের আতাবুরের বাড়ি কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামে। পেশায় কৃষক ছিলেন তিনি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আতাবুরের বড় ভাই লুৎফর রহমান আকন্দ জানান, আতাবুর ও তাদের চাচাতো ভাই সাহাবুদ্দিন আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২৪ এপ্রিল সাহাবুদ্দিন ও তার লোকজন আতাবুরের পরিবারের সদস্যদের ওপর হামলা করেন।
এতে আতাবুর ও তার ভাতিজা ইমরান আকন্দ মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
একপর্যায়ে আতাবুরের অবস্থা শঙ্কটাপন্ন হলে তাকে আবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকার ১৪ দিন পর শনিবার রাতে মারা যান আতাবুর।
ওসি শাহনেওয়াজ বলেন, ‘হামলার পরদিন ২৫ এপ্রিল নিহতের বড় ভাই লুৎফর রহমান আকন্দ বাদী হয়ে সাহাবুদ্দিন, তার ছেলে সাইদুল, এনামুলসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন। ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।