নরসিংদীর রায়পুরায় শ্রীনিধি রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে সিলেট ও চট্টগ্রাম ছেড়ে আসা ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি রোববার সকাল সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত হয়।
টেনটি উদ্ধারের কাজ চলছে। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও নিউজবাংলাকে জানান নরসিংদীর সিনিয়র স্টেশন মাস্টার এ টি এম মুছা।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, মালবাহী ট্রেনটির নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
শ্রীনিধি রেলস্টেশনের কর্মীদের বরাতে এ টি এম মুছা বলেন, ‘ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে যাওয়ার সময় এর পেছনের একটি চাকা খুলে লাইনচ্যুত হয়। আমরা তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
‘উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বিকল্প লাইনে ট্রেন চলাচল করছে।’
লাইনটি ঠিক হতে কেমন সময় লাগবে তা নিশ্চিতভাবে বলতে পারেনি তিনি।