লক্ষ্মীপুরে দুই পক্ষের মারামারিতে বৃদ্ধ নিহতের ঘটনায় এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শুক্রবার দুপুরে সুজন হোসেনকে কারাগারে পাঠান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকালে নিহত চাঁন মিয়ার ছেলে নুর হোসেন ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এই মামলায় আটক সুজনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে সুজনকে আটক করা হয়। তিনি পুলিশের কাছে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রাজাপুরের ভুঁইয়া মার্কেটে তুই সম্বোধন নিয়ে মো. বাপ্পি ও ফরিদ উদ্দিনের মাঝে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় কিল-লাথির আঘাতে ৭০ বছর বয়সী চাঁন মিয়ার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।