বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহের বাসের অপেক্ষায় মহাখালীতে দীর্ঘ লাইন

  •    
  • ১ মে, ২০২২ ১১:১০

এনা পরিবহনের কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইনের কারণ জানতে চাইলে ঢাকা-ময়মনসিংহ রুটের কাউন্টার মাস্টার মো. জাবেদ বলেন, ‘রাস্তায় যানজটের কারণে গাড়ির চাকাই নড়ে না। ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ফাঁকা। এর পর থেকে ময়মনসিংহ পর্যন্ত পুরাটাই জ্যাম।’

রাজধানীর মহাখালী টার্মিনালে গিয়ে বিপাকে পড়েছেন ময়মনসিংহের যাত্রীরা। সকাল ৬টা থেকে মহাখালী বাস টার্মিনালে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তারা।

এর কারণ হিসেবে কাউন্টার থেকে বলা হচ্ছে, গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত পুরাটাই জট। বাস আসতে দেরি হচ্ছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকে সকাল ৬টা থেকে এসে বাসের জন্য অপেক্ষা করছেন। সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষা করেও অনেকে পাননি বাসের দেখা।

ক্ষোভ প্রকাশ করে ময়মনসিংহের যাত্রী ওমর ফারুক বলেন, “সকাল ৬টায় আসছি। সকাল থেকেই অনেক সিরিয়াল। ৪৩ নম্বর সিরিয়ালে পড়ছি। রাস্তায় জ্যাম থাকার কারণে গাড়ি এখনও এসে পৌঁছায় নাই।

“কাউন্টারে কিছু বললে বলছে, ‘রাস্তায় জ্যাম, আমরা কী করতে পারি?’ এখন অপেক্ষা ছাড়া কোনো উপায় দেখছি না।”

সকাল সোয়া ১০টায় দেখা যায় কামাল মিয়া দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অলস সময় পার করছেন মহাখালী টার্মিনালে।

তিনি বলেন, ‘সকাল ৭টায় আসছি কাউন্টারে। ৪৫ নম্বর সিরিয়াল পাইছি। এখনও বসে আছি। কখন গাড়ি পাব, জানি না।

‘বাড়ি তো যাওয়াই লাগবে। তাই যখনই গাড়ি আসুক, বাড়ি যেতে হবে।’

এনা পরিবহনের কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইনের কারণ জানতে চাইলে ঢাকা-ময়মনসিংহ রুটের কাউন্টার মাস্টার মো. জাবেদ বলেন, ‘রাস্তায় যানজটের কারণে গাড়ির চাকাই নড়ে না। ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ফাঁকা। এর পর থেকে ময়মনসিংহ পর্যন্ত পুরাটাই জ্যাম।

‘টঙ্গী স্টেশনের মিডল পয়েন্টে পুরাটা রাস্তা প্যাকেট হয়ে আছে। গাড়ির স্টাফদের জিজ্ঞাসা করছি কী জন্য জ্যাম, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। গাজীপুর চৌরাস্তা থেকে মহাখালী বাস টার্মিনালে বাস আসতে ৩ ঘণ্টার বেশি সময় লাগতেছে। এ কারণেই দীর্ঘ লাইন কাউন্টারে।’

মহাখালী বাস টার্মিনালে শুধু ময়মনসিংহ রুট বাদে বাকি রুটে যাত্রীদের তেমন আনাগোনা নাই বললেই চলে। যাত্রীর অভাবে অনেক শিডিউল বাস বন্ধ রাখা হয়েছে।

একতা পরিবহনের টিকিট বিক্রেতা খলিলুর রহমান স্বপন বলেন, ‘পৌনে ১২টা, দুপুর ১টা ও ২টার গাড়ি বন্ধ করে দিয়েছি যাত্রী না থাকার কারণে। গত দুই দিন চাপ ছিল। আজকে ফাঁকা।

‘উত্তরবঙ্গের লোক এবার ট্রেনে গেছে বেশি। ২০ তারিখ থেকে যাত্রী যাওয়া শুরু করছে। লম্বা ছুটির কারণে লোক আগে থেকেই চলে গেছে। বাস ভাড়া বাড়ার কারণে আগেই ট্রেনে চলে গেছে।’

কাজী পরিবহনের কাউন্টারের টিকিট বিক্রেতা মোরশেদ বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহ বাদে অন্য জায়গার যাত্রী কম। আমাদের যাত্রী তেমন নাই। টার্মিনালে যা দেখতেছেন, সব ময়মনসিংহের যাত্রী।’

এ বিভাগের আরো খবর