বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘হতাশায়’ আত্মগোপন, ১ বছর পর র‍্যাবের উদ্ধার

  •    
  • ৩০ এপ্রিল, ২০২২ ১৬:০৮

পল জানান, করোনা মহামারির আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তার চাকরি চলে যায়। চাকরি হারানোয় ও পারিবারিক চাপে হতাশা থেকে মুক্তির জন্য স্বেচ্ছায় আত্মগোপন করেন।

খুলনায় স্বেচ্ছায় আত্মগোপনের প্রায় এক বছরের বেশি সময় পর এক ব্যক্তিকে উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

কক্সবাজারের শাহিন বিচ এলাকা থেকে শুক্রবার বিকেল ৫টার দিকে রফিক হোসেন পলকে উদ্ধার করা হয়।

৩২ বছর বয়সী পলের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানায়।

র‌্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ শনিবার বেলা ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, ২০২১ সালের ৭ জানুয়ারি থেকে পলকে খুঁজে পাওয়া যায় না। পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন। সোনাডাঙ্গা থানায় তার নিখোঁজের সাধারণ ডায়েরি করে পরিবার। অপহরণের পর গুম করা হয়েছে এমন অভিযোগও ওঠে।

তাকে উদ্ধারে কাজ শুরু করে র‍্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিতের পর উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলের দেয়া তথ্যের বরাতে র‍্যাব জানায়, করোনা মহামারির আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তার চাকরি চলে যায়। চাকরি হারানোয় ও পারিবারিক চাপে হতাশা থেকে মুক্তির জন্য স্বেচ্ছায় আত্মগোপন করেন।

আত্মগোপনে গিয়ে তিনি প্রথম সাত মাস ঢাকায় মাস্ক বিক্রি করেন। পরের তিন মাস সদরঘাটে খেলনা বিক্রি করেন। এরপর মুন্সীগঞ্জ গিয়ে ৯ দিন হকারি করেন। সেখান থেকে নারায়ণগঞ্জ গিয়ে টোকাই হিসেবে পাঁচ মাস পুরোনো বোতল ও লোহা কুড়িয়ে বিক্রি করেন।

সবশেষে যান কক্সবাজার। সেখানে শাহিন বিচে একটি চায়ের টং দোকানে মাসিক ৯ হাজার টাকা বেতনে চাকরি নেন।

র‍্যাব কর্মকর্তা বজলুর বলেন, ‘কেউ নিখোঁজ হলেই যে তাকে গুম করে হত্যা করা হয়েছে এই ধারণা সঠিক নয়। নিজস্ব বিবেক, বুদ্ধিমত্তা ও বিশেষ সচেতনতায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলা সম্ভব। পলকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এ বিভাগের আরো খবর