নিউ মার্কেটের দোকানি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় সামাজিক মাধ্যমে উসকানি ও গুজব ছড়িয়ে গোটা রাজধানী অচলের পরিকল্পনা ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ।
এই পরিকল্পনার পেছনে কারা ছিল, সেটি অবশ্য জানায়নি বাহিনীটি। বলেছে, তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ জানান ঢাকা ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, যারা গুজব ছড়িয়েছিল, তারা সংঘর্ষের ঘটনাটিকে আরও বড় ও লম্বা করার চেষ্টা করছিল। গুজব ছড়ানোর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
তারা কারা- এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘গুজব সৃষ্টিকারীদের শনাক্তকরণে আমরা কাজ করছি।’
গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।
ডিবি প্রধান বলেন, ‘সাইবার মনিটরিংয়ে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উসকানির কারণে অস্থিরতা সৃষ্টি হচ্ছিল। ...আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র বনাম পুলিশ ও শ্রমিক বনাম পুলিশ সৃষ্টি করে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করা চেষ্টা হচ্ছিল সারা দেশে৷’
তিনি বলেন, ‘গুজবের কারণে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, সিটি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে আসে। গুজব ছড়িয়ে ঢাকা শহরকে কলাপস করার পাঁয়তারা ছিল।
‘ঘটনার শুরু থেকেই নানা উসকানি ও গুজব ছড়াতে শুরু করে। গুজব ছড়িয়ে ছাত্র ও পুলিশকে একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে সারা দেশের শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা করেছিল বিশেষ মহলটি।’