ট্রেন যাত্রীদের জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) সঙ্গে টিকিট কেনার সময় দেয়া এনআইডি নম্বর যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার ও সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক।
‘টিকিট যার ভ্রমণ তার’ রেলের এই সিদ্ধান্ত বাস্তবায়নে এবার ঈদযাত্রায় টিকিটের মধ্যে যে এনআইডি নম্বর যুক্ত করা হয়েছে তা যাচাই করতে সংশ্লিষ্টদের এমন নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।
এর আগে চলতি মাসে টিকিট যার তিনিই ভ্রমণ করবেন এমন সিদ্ধান্তের কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
গত সোমবার এ বিষয়টি তিনি ফের সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রেলমন্ত্রী বলেন, ‘টিকিট যার ভ্রমণ তার এটা আমরা নিশ্চিত করেছি। কাজেই কারও টিকিট অন্য কারও কাটার যেমন সুযোগ নেই, তেমনি ভ্রমণেরও সুযোগ নেই। আমি যদি অন্য কারও টিকিট কাটি, তবে যার নামে কাটছি তাকেই ভ্রমণ করতে হবে। কারণ টিকিটে যার পরিচয়পত্র তার একটি নম্বর থাকবে।’
এমন সময়ে রেলে এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করা যাবে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা এই পদক্ষেপ নিয়েছি, সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারি সেটা আপনারা ২৭ তারিখ থেকে যখন ঈদযাত্রা শুরু হবে তখন দেখতে পাবেন।’
এবার টিকিটে যে পরিচয়পত্র নম্বর সেটা কতটুকু বাস্তবায়ন করা হচ্ছে সে বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার এর কাছে জানতে চাইলে আমিনুল হক বলেন, এনআইডির নম্বর দিয়ে আমরা টিকিটগুলো বিক্রি করেছি। যারা ভ্রমণ করবে তাদের টিকিট চেক করার জন্য আমাদের যারা দায়িত্বরত রয়েছেন। যারা টিকিট চেক করবেন অর্থাৎ টিকিট পরীক্ষক তাদের নির্দেশ দেয়া আছে, যার আইডি সেই ভ্রমণ করবে, যাতে অন্য কেউ ভ্রমণ করতে না পারে। এ বিষয়ে ট্রেনের সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া আছে।
ঈদের আগে শেষ কবে ট্রেন চলবে জানতে চাইলে আমিনুল হক বলেন, এটা চাঁদ দেখার উপর নির্ভর করে। ২ মে যদি ঈদ হয়, তাহলে ১ তারিখ পর্যন্ত ট্রেন চলবে। ৩ তারিখ হলে দুই তারিখে ট্রেন চলবে। চাঁদ দেখার ওপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, যেহেতু আজকে ছুটির প্রথম দিন বিকেলে যাত্রী চাপ বেড়ে যাবে। আমাদের কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সকলেই সর্তক রয়েছেন।
আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সময়মত যেন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যায়। যাতে যাত্রীরা কম ভোগান্তি পায় এবং স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে। সকাল থেকে মোট ১৮টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ঢাকা ছেড়ে গিয়েছে।
আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে ১১৮টি ট্রেন আসা-যাওয়া করবে বলেও জানান তিনি।
একটি ট্রেনের বিলম্ব হয়েছে জানিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার ও সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিছুটা বিলম্বে ঢাকায় এসেছে। আবার ৩০ মিনিটের মধ্যেই আমরা ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি। এই ট্রেনটিতে আসলে অন্য সময়ের চেয়ে দুই-তিন গুণ যাত্রীর চাপ ছিল। যেখানে আমাদের যাত্রাবিরতির ২ মিনিট স্টপেজ থাকার কথা। যাত্রীবেশী হওয়ার কারণে সেখানে বেশি সময় লেগেছে। এছাড়া পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে লাইন ক্যাপাচিটি সিঙ্গেল হওয়া বিলম্ব হওয়ার কারণ।
অনেকে বিনা টিকিটে ভ্রমণ করছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ঈদের এই সময়ে, অনেকেই বিনা টিকিটে ভ্রমণের চেষ্টা করে থাকেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী, টিকিট কালেক্টর সকলেই চেষ্টা করছে যাতে কেউ বিনা টিকিটে ভ্রমণ না করে।
তিনি বলেন, এবার আমরা স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি না।
সহজ কর্মকর্তার কালোবাজারির সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গে তিনি বলেন, এটা অবশ্যই অনাকাঙ্খিত ঘটনা। সহজডটকম নতুন এসেছে, মাত্র এক মাস হয়েছে। তারা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করছে।
তিনি ধরা পড়েছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।