বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্মাণাধীন সেতু ভেঙে শ্রমিকের মৃত্যু

  •    
  • ২৮ এপ্রিল, ২০২২ ১৩:১৩

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ব্রিজের ঢালাইয়ের কাজ করতে গিয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’

রাঙামাটির আসামবস্তি- কাপ্তাই সড়কে বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতু ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

রাঙামাটির বড়াদম এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম মো. রফিক।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেন।

আহত শ্রমিকদের বরাতে তিনি জানান, ‘সকালে ঢালাইয়ের সময় সেতুর সেন্টারিং হঠাৎ ভেঙে গেলে এতে শ্রমিকরা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ৮ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, নির্মাণাধীন সেতু ভেঙে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ২০ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনা সম্পর্কে জানতে কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিনের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

এলজিইডির রাঙ্গামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রনব রায় চৌধুরীকেও ফোনে পাওয়া যায়নি। সে কারণে ধসে পড়ার কারণ ও পুরো কাজ সম্পর্কে জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক নামে পরিচিত এই সড়কটি এলজিইডির তত্ত্বাবধানে প্রশস্তকরণের কাজ শুরু হয় দুবছর আগে থেকেই। তবে সড়ক প্রশস্তকরণ ও সেতু নির্মাণের ধীরগতির কারণে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছেন এ সড়কে যাতায়াতকারীরা। পাহাড়ি সড়ক হওয়ার সড়কের উপরেই সেতু নির্মাণ করায় বিকল্প সড়ক না থাকায় সড়কের এপাড় থেকে ওপাড়ে পায়ে হেঁটে যাওয়া ছাড়া বিকল্প পথ নেই। এতে দুর্ভোগ ও লোকসানে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা।

ওসি কবির হোসেন আরও জানান, থানায় এখনও কেউ মামলা করেনি। তবে মামলার সম্ভাবনা আছে।

এ বিভাগের আরো খবর