বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের জরিমানা গুনল বাটা

  •    
  • ২৮ এপ্রিল, ২০২২ ০০:৪০

জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন বলেন, ‘শহরের মুজিব সড়কে বাটার প্রধান শো-রুমে এক ক্রেতার অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

প্রাইস ট্যাগ কারসাজির জন্য ফরিদপুরের বাটা শো-রুমকে গুনতে হয়েছে জরিমানা।

এর আগে একই কারণে পাঁচ জেলায় জরিমানা দিয়েছে বাটা।

ফরিদপুরে বুধবার বিকেলে নাতাশা হক নামের এক নারী ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ‘অভিযোগকারী ভোক্তা নাতাশা হক গত ১২ এপ্রিল শহরের মুজিব সড়কে অবস্থিত বাটা সু-স্টোর থেকে এক জোড়া স্যান্ডেল কেনেন। বাসায় গিয়ে স্যান্ডেলের প্রাইস ট্যাগ চেক করে দেখেন সেখানে দুটি প্রাইস ট্যাগ লাগানো।

‘পরে বাটা শো-রুমকে বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো প্রতিকার না দেয়ায় ওই ক্রেতা ভোক্তা অধিকারের হটলাইনে যোগাযোগ করেন এবং প্রমাণসহ লিখিত অভিযোগ দেন।’

সোহেল শেখ আরও বলেন, ‘প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রি না করায় এবং ভোক্তাদের সঙ্গে মূল্য নিয়ে প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।’

জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন বলেন, ‘শহরের মুজিব সড়কে বাটার প্রধান শো-রুমে এক ক্রেতার অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পাঁচ জেলায় জরিমানা গুনেছে

রাজশাহীতে বাটার শোরুমে নতুন প্রাইস ট্যাগ লাগিয়ে জুতার দাম বেশি নেয়ার হাতেনাতে অনিয়ম ধরার পর নগরীর নিউ মার্কেট আউটলেটকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত ২৪ এপ্রিল বেলা ১১টার দিকে অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ে শুনানির পর জরিমানার আদেশ দেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

এর আগে গত ২০ এপ্রিল বরিশাল ও হবিগঞ্জে একই কৌশলে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায় বাটার বিরুদ্ধে। এর দায়ে বরিশালের চকবাজার ও হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোডের বাটার বিক্রয়কেন্দ্রকে জরিমানা করা হয়।

চকবাজারের শোরুম থেকে প্রবীর কুমার দাস নামে এক ক্রেতা ৯৯০ টাকায় স্যান্ডেল কেনেন। বাসায় গিয়ে তিনি দেখেন মূল্যনির্ধারণী ট্যাগের ওপর দুটি স্টিকার লাগানো। ওপরের স্টিকারে ৯৯০ টাকা লেখা থাকলেও নিচেরটিতে লেখা ৮৯০ টাকা।

হবিগঞ্জে অভিযানের খবরে অনেক জুতার ট্যাগ ছিঁড়ে ফেলেন বিক্রয়কেন্দ্রের কর্মচারীরা। তার পরও বেশ কিছু জুতায় কম মূল্যের পুরোনো ট্যাগের ওপর উচ্চমূল্যের নতুন ট্যাগ পাওয়া যায়।

তার আগের দিন কুমিল্লার কান্দিরপাড়ে এবং ১৮ এপ্রিল চট্টগ্রাম মহানগরের স্যানমার ওশান সিটি শপিং সেন্টারের ষষ্ঠতলায় বাটার বিক্রয়কেন্দ্রে একই রকম প্রতারণার প্রমাণ মেলে।

এর দায়ে কুমিল্লার বিক্রয়কেন্দ্রটিকে ২০ হাজার টাকা এবং চট্টগ্রামের বিক্রয়কেন্দ্রটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের আরো খবর