বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তুদের নিয়ে জলবায়ু-অভিবাসন বিষয়ক ওকালতি করার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বাংলাদেশে নবনিযুক্ত আইওএম চিফ অফ মিশন আবদুসাত্তার এসয়েভ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিচয়পত্র পেশকালে মন্ত্রী এই আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় দিকেই সংকট মোকাবেলা করতে হয়। জলবায়ু উদ্বাস্তুদের সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উপযুক্ত উপায় খুঁজে বের করা উচিত।
এসয়েভ ভাষানচরে আইওএমের কর্মকাণ্ড ও অন্যান্য বিষয় সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অগ্রাধিকারের কথা স্বীকার করেন। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বিষয়ে গ্লোবাল কমপ্যাক্ট বাস্তবায়নসহ আন্তর্জাতিক অভিবাসন সমস্যায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
জাতিসংঘের সংস্থা হিসেবে আইওএমকে আরও শক্তিশালী করার সমর্থনে তার প্রভাবশালী কণ্ঠস্বর সমুন্নত রাখার জন্য বাংলাদেশকে অনুরোধ করেন তিনি।
মোমেন সাম্প্রতিক অতীতে কিছু আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি থেকে পালিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে আইওএম-এর সমর্থনকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।