রাজধানীর লালবাগের একটি বাসা থেকে সৌদিফেরত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৬টার দিকে শহীদ নগর এলাকার ওই বাসা থেকে উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২৬ বছর বয়সী ওই নারীর নাম মোছা. শিফা আক্তার। দুই সপ্তাহ আগে তিনি দেশে ফিরেছেন। এরপর থেকে ভাইয়ের বাসাতেই ছিলেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল আলম বলেন, ‘শহীদ নগর ৪ নম্বর গলির একটি বাসার নিচতলা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে সৌদি আরব থেকে শিফা বাংলাদেশে তার ভাইয়ের বাসায় আসেন। রাতে হাসান নামের এক ব্যক্তির সঙ্গে তার মোবাইলে কথা হয়। কথা বলার পরই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি।
‘তার মোবাইল ফোনটি আমাদের কাছে রয়েছে। মোবাইল ফোনের কল দেখে বিস্তারিত জানা যাবে। তবুও বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
মারা যাওয়া শিফার ভাই শামীম বলেন, ‘আমার বোন বেশ কিছুদিন ধরে সৌদি আরব ছিলেন। দুই সপ্তাহ আগে আমি এয়ারপোর্ট থেকে তাকে আমার বাসায় নিয়ে আসি। পরে জানতে পারি হাসান নামের এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। রাতে ফোনে তাদের কথা হয়।
‘আমি একটি কারখানায় কাজ করি। রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বেরিয়ে যাই। বাসায় আমার স্ত্রী ও দুই শিশু ছিল। আমি সেহরির সময় এসে ঘরের দরজা বন্ধ পেয়ে দরজার কাছে গিয়ে ডাকাডাকি করি। দরজা না খুললে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার দেহ। পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’
শিফার ভাই আরও জানান, তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট থানার দুধ পাতিল (মোল্লাবাড়ি) গ্রামে। তাদের বাবার নাম আবদুর রউফ।