বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৫০ কেজির বোল মাছ বিক্রি লাখ টাকায়

  •    
  • ২৩ এপ্রিল, ২০২২ ১৩:৩৮

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘মাছটি দেখে আমি টেকনাফে চলে এসেছি। সেখানে উৎসুক মানুষ ভিড় করেছিল। শুনেছি এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে সাগরে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাছটি শুক্রবার ধরা পড়লেও শনিবার সকালে স্থানীয় বেইলপাড়া বাজারে তোলা হয়। বাজারে এটি এক লাখ ২০ হাজার টাকায় একজন কিনে নেন বলে জানান মাছটির বিক্রেতা রশিদ মিয়া।

সেন্ট মার্টিন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান নিউজবাংলাকে জানান, শুক্রবার রাতে রশিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল মাছ ধরতে সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে যায়। সেখানে তাদের জালে ধরা পড়ে একটি বড় বোল মাছ।

ঘাটে এসে মাছটি ওজন করা হলে দেখা যায় এটির ওজন ১৫০ কেজিরও বেশি। এ সময় এক ব্যবসায়ী মাছটি এক লাখ ২০ হাজার টাকায় কিনে নেন। মাছটির ভালো দাম পেয়ে ওই ফিশিং ট্রলার মালিক ও জেলেরা বেশ খুশি।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বোল মাছের মুখ অনেক বড়। শরীরে নানা রঙের ফোটা ফোটা দাগ থাকে। দেখতেও সুন্দর। সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল এলাকার শীলের মধ্যে এই মাছ বেশি পাওয়া যায়। এই প্রজাতির মাছের চাহিদা অনেক, স্বাদেও অনেক মজা।

জালের মালিক রশিদ মাঝি জানান, সকালের দিকে জেলেরা ফোন করে জানান বিশাল একটি বোল মাছ ধরা পড়েছে। সকালের দিকে মাছটি বাজারে তোলা হলে শত শত লোক ভিড় করেন। স্থানীয়রা এটিকে দেশীয় বোল মাছ বলে জানান।

মাছ বিক্রির বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘মাছটি দেখে আমি টেকনাফে চলে এসেছি। সেখানে উৎসুক মানুষ ভিড় করেছিল। শুনেছি এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।’

এর আগে ২০১৮ সালের ১৩ জানুয়ারি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে সাগরে বড়শিতে ধরা পড়ে ৯১ কেজি ওজনের একটি বোল মাছ। এটি বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়।

এ বিভাগের আরো খবর