চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নগরীর চেরাগী মোড় এলাকার আজাদী গলির মুখে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম নিউজবাংলাকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আসকার বিন তারেক নগরীর বিএফ শাহীন কলেজের ছাত্র ছিলেন। তিনি নগরের জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
তার বাবা এস এম তারেক নিউজবাংলাকে বলেন, ‘ও (তারেক) চেরাগী মোড়ে প্রায় সময় যায়। রাতে হঠাৎ খবর পাই, কে যেন ওরে ছুরিকাঘাত করছে। এসে শুনি আমার ছেলে মারা গেছে।’
স্থানীয়দের বরাতে পরিদর্শক জানান, শুক্রবার সন্ধ্যার পর সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনে অনুসারী সাব্বির ও সৈকত গ্রুপের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া হয় তাদের মধ্যে। বিষয়টি পরে মিটমাট হলেও রাত ৯টার পর দুই পক্ষই চেরাগী মোড়ে ফের অবস্থান নিলে সংঘর্ষ বাঁধে। এর মধ্যেই ছুরিকাঘাতে তারেকের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ঘটনায় কারা জড়িত, তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির নিউজবাংলাকে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে তারেকের মৃত্যু হয়।
‘তারেক নগর ছাত্রলীগের সহসম্পাদক সাব্বির সাদেকের সমর্থক হিসেবে সেখানে উপস্থিত ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
এ ঘটনায় শোভন নামের একজনকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।’