নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ২৬ বছর বয়সী বেলাল হোসেন, ২৫ বছর বয়সী মোহাম্মদ রুবেল ও ১৫ বছর বয়সী মো. দেলোয়ার। তাদের বাড়ি তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তমরদ্দি বাজার থেকে মালবোঝাই একটি পাওয়ার টিলার ওছখালী বাজার যাওয়ার সময় বঙ্গবন্ধু স্কুলের সামনে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একজন আহত হন।
১৬ বছর বয়সী আহত ইলিয়াছকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।