ময়মনসিংহে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় তিন কারখানাকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মুক্তাগাছা পৌর এলাকা ও গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ছয়ানী এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান।
অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের নিউজবাংলাকে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযান চালিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জেকে ফুড প্রোডাক্টস সেমাই উৎপাদন করছে। এ কারণে কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‘এ ছাড়া সারা রাহিন ফুড প্রোডাক্টসের কারখানায় নোংরা পরিবেশে কারখানার ভেতরেই ছাগল পালন করা হয়। এ জন্য কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
ইউএনও আবিদুর রহমান বলেন, ‘ওই এলাকার আমছর আলীর মোড়ে গত দুই বছর আগে শরিফুল ইসলাম, কাজল ও আতাউর রহমান মিলে বনফুল লাচ্ছা সেমাই কারখানাটি প্রতিষ্ঠা করেন। অনুমোদনহীন এ কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও জানান, তিন কারখানার মালিকদের সতর্ক করা হয়েছে। প্রতিটি সেমাই কারখানায় এ অভিযান চলবে।