তাবলিগে গিয়ে রাজধানীর কাকরাইল থেকে সাতক্ষীরার তালার এক মুসল্লি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
৪০ দিনের তাবলিগ শেষে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ ৯০ বছরের আব্দুস সালাম হালদারের বাড়ি তালা সদরের ডাঙ্গানলতা গ্রামে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান।
নিখোঁজের ছেলে মোহাম্মদ আলী হালদার জানান, ৪০ দিন আগে ডাঙ্গানলতা গ্রামের ৩১ জন মুসল্লি একত্রে ময়মনসিংহে তাবলিগে যান। বুধবার তাবলিগের জামাত শেষ হওয়ার পর সকলে একত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। রাতে রাজধানীর কাকরাইল মসজিদে পৌঁছান। সেখান থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সবাই।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১.৫০ মিনিটে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের টিকিট করেন সবাই। আমার বৃদ্ধ বাবা ভুলবশত অন্যকোনো পরিবহনে উঠে পড়েন। সঙ্গী মুসল্লিরা অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাননি। পরে বাকি ৩০ মুসল্লি বাড়িতে ফিরেছেন।
‘বাবার কাছে কোনো মোবাইলও নেই। তাছাড়া বয়সের ভারে তিনি নিজের পরিচয়ও ঠিকমত দিতে পারেন না।’
তাবলিগে সঙ্গে থাকা মুসল্লি ডাঙ্গানলতা গ্রামের নুর ইসলাম মোড়ল বলেন, অনেক খোঁজাখুজি করেও বৃদ্ধ আব্দুস সালাম হালদারের সন্ধান মেলেনি। আমরা এক সঙ্গে ছিলাম। কাকরাইল মসজিদের সামনে থেকে ইমাদ পরিবহনের গাড়ির টিকিট কাঁটা হয়েছিল। অন্যকোন গাড়িতে উঠে পড়েছেন বলে ধারণা করছি। পরে আমরা বাড়িতে ফিরে এসেছি।’
ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘নিখোঁজের পরিবারকে থানায় ছবিসহ সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে। এরপর বৃদ্ধের সন্ধানে পুলিশ তৎপরতা শুরু করবে। এ ছাড়া যদি কেউ তার সন্ধান পান থানার (০১৩২০১৪২২৩১) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’