বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রংপুরে ১১ বস্তা নকল বিড়ি জব্দ, মামলা

  •    
  • ২১ এপ্রিল, ২০২২ ১২:০৮

রংপুরের হারাগাছে ১১ বস্তা নকল বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট হারাগাছ সার্কেল।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আবু নোমান রাতেই হারাগাছ মেট্রোপলিটন থানায় একটি মামলা করেছেন। আসামি করা হয়েছে তিন জনকে।

হারাগাছের মেনাজবাজার এলাকা থেকে বুধবার রাতে এসব বিড়ি জব্দ করা হয়।

হারাগাছ থানার ডিউটি অফিসার আতিকা সুলতানা নিউজবাংলাকে এসব বিষয় নিশ্চত করেছেন।

মামলার আসামিরা হলেন আরাফাত হোসেন, আশরাফুল আলম, মাহতাব হোসেন। তাদের বাড়ি হারাগাছের মেনাজ বাজার এলাকায়।

কাস্টমস হারাগাছ সার্কেলের রাজস্ব কর্মকর্তা সঞ্জয় কুমার দাস নিউজবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা হারাগাছের মেনাজবাজারে অভিযান চালাই। সেখান মাহতাব হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১১ বস্তায় ৬১৬টি প্যাকেটে ৩ লাখ ৮ হাজার শলাকা নকল বিড়ি ও ব্র্যান্ড রোল জব্দ করা হয়েছে। সেগুলো আমরা গোডাউনজাত করেছি।’

মামলার বিষয়টি নিশ্চিত করে হারাগাছ মেট্রাপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম নিউজবাংলাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর