খুলনার রূপসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. হৃদয়। তার বয়স ১৯ বছর। তিনি পেশায় চা দোকানদার।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, মো. হৃদয় ও তার খালাতো ভাই মিঠু সরদারের রূপসার বাগমারায় পাশাপাশি চায়ের দোকান রয়েছে। মিঠু সরদারের দোকান থেকে তুহিন, শাহিন, অন্তরসহ কয়েকজন ৩০০ টাকার খাবার বাকি খেয়েছিল।
এ ঘটনায় বুধবার দুপুরে তাদের কাছে পাওনা টাকা চায় মিঠু। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
সন্ধ্যায় তুহিন, তার বন্ধুরা এসে মিঠুকে মারধর করে। এক পর্যায়ে তারা মিঠুকে তুলে নিয়ে যেতে চেষ্টা করলে হৃদয় বাধা দেয়। পরে হৃদয়ের পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান।
স্থানীয়রা হৃদয়কে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে। তুহিনসহ কয়েকজনকে ইতিমধ্যে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
‘নিহতের পরিবারের সঙ্গে আলোচনা চলছে। ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনিত ব্যবস্থা নেয়া হবে।’