বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউ মার্কেটে দুর্ব্যবহার: সংশোধনের আশ্বাস

  •    
  • ২০ এপ্রিল, ২০২২ ১৬:৪৬

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘দোকানের কর্মচারীরা ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগের ব্যাপারে আমরাও একমত। আমরা কথা দিচ্ছি, ঈদের পর আমরা তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব। আমাদের কর্মচারীরা খুব বেশি শিক্ষিত না। তারা বেয়াদবি করলে আমাদের সমিতির অফিসে এসে অভিযোগ জানাবেন। আমরা ব্যবস্থা নেব।’

রাজধানীর অন্যতম বিপণি কেন্দ্র নিউ মার্কেট ও আশপাশের মার্কেটের দোকানিরা ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন ব্যবসায়ী নেতারা। একইসঙ্গে তারা কথা দিয়েছেন, ঈদের পরই দোকান কর্মচারীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সংশোধনের উদ্যোগ নেয়া হবে।

ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বুধবার বেলা ২টার দিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন। নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীনও এ সময় উপস্থিত ছিলেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, ভাংচুর ও হতাহত হওয়ার ঘটনা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হেলাল উদ্দীন বলেন, ‘দোকানের কর্মচারীরা ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগের ব্যাপারে আমরাও একমত। আমরা কথা দিচ্ছি, ঈদের পর আমরা তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব। আমাদের কর্মচারীরা খুব বেশি শিক্ষিত না। তারা কোনো বেয়াদবি করলে আমাদের সমিতির অফিসে এসে অভিযোগ জানাবেন। আমরা ব্যবস্থা নেব।’

ব্যবসায়ী সেজে তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করেছে

হেলাল উদ্দীন বলেন, ‘নিউ মার্কেটের মালিক, ব্যবসায়ী ও কর্মচারীরা সম্মানজনক অবস্থানে থাকেন। অ্যাম্বুলেন্সে যারা আক্রমণ করেছে আমি মনে করি তাদের কোনো বোধশক্তি নেই। তারা ব্যবসায়ী হওয়ার প্রশ্নই আসে না। এরা একদল উচ্ছৃঙ্খল জনতা। আমি নিশ্চিত করেই বলছি, এখানে তৃতীয় পক্ষ ছিল। ঘটনার সিসিটিভি ফুটেজ আছে।

‘পুলিশ এক পক্ষকে সরিয়ে দিলে আরেক পক্ষ বেরিয়ে আসছে। এর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে এখানে তৃতীয় পক্ষ কাজ করেছে। এখানে ব্যবসায়ী ছিলো না। আমরা মনি করি ছাত্ররাও ছিল না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটবে তা আমাদের কারোরই মাথায় আসেনি। যদি দেখি কোনো ব্যবসায়ী সাংবাদিকদের ওপর হামলা করেছে তাহলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেয়া হয়।

কোর কমিটি গঠন করা হবে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে দাবি করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। একইসঙ্গে সাংবাদিক ও পথচারী হতাহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি বলেন, ‘আমরা এ ঘটনার শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করি। আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও এই এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ আলোচনার মাধ্যমে আমরা একটি কোর কমিটি গঠনের উদ্যোগ নেব। যাতে করে যে কোনো ঘটনা আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করা যায়।’

সভাপতি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। একইসঙ্গে নিউ মার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের বিনীত অনুরোধ করছি, তারা যেন ছাত্রদের উদ্দেশ করে কোনো ধরনের উস্কানিমূলক কথা না বলেন। পাশাপাশি ছাত্র-শিক্ষক ভাইদেরকেও সহনশীল আচরণ করার জন্য অনুরোধ করছি।’

এ বিভাগের আরো খবর