প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসে দেয়া তথ্যগুলোর উৎস জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিগত দিনের আন্দোলনে ‘গুম’, খুন হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আপনারা জানেন যে, পীর সাহেবদের অনেক ভক্তকুল থাকে। সেই ভক্তকুল পীরদের ‘বাবা’ বলে সম্বোধন করেন। আমাদের দেশেও এই ধরনের অনেক বাবার জন্ম হয়েছে। এদের মধ্যে একজন হচ্ছেন ‘উদ্ভট বাবা’।
“তিনি হলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা। সেই উদ্ভট বাবা মাঝে মাঝেই তার ফেসবুকে স্ট্যাটাস দেয়; কখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, কখনও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে।”
গত ১৫ এপ্রিল ফেসবুকে এক স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন জয়। তিনি লেখেন, ‘বিএনপি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারত না গ্রামের কৃষকরা। এ কারণে ফসল উৎপাদন কমে যায় দেশে। তিন থেকে চার কোটি প্রান্তিক কৃষক পরিবারের দু-বেলা ভাত জোটানো অসম্ভব হয়ে ওঠে।
‘সেই সুযোগে বিএনপির নেতা-কর্মীরা দাদন ব্যবসা জমিয়ে তুলে সর্বস্বান্ত করে ফেলে কৃষকদের। এমনকি ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকেও লাখ লাখ বস্তার সার লোপাট করে বিএনপির দৃর্বৃত্তরা।’
সে স্ট্যাটাসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আজকে ফেসবুকে দেখলাম, এই উদ্ভট বাবা সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস দিয়েছেন, তারেক রহমানের কারণে নাকি বাংলাদেশে সারের দাম বৃদ্ধি পেয়েছে। আমি কী বলব উনাকে?
‘সজীব ওয়াজেদ জয় কোন সংস্থার প্রতিনিধিত্ব করেন, কোথা থেকে তথ্য পান? কিন্তু তিনি (জয়) জনগণের কাছে এটা পরিষ্কার করেন না, তিনি উপদেষ্টা হিসেবে কত টাকা পান। এই প্রশ্ন তো অনেকেই উপস্থাপন করে। তাকে টাকা দিয়ে নয়; ডলারে পেমেন্ট করা হয়, কিন্তু কত ডলার তাকে দেয়া হয়, কেউ জানেন না।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আইনমন্ত্রীর একটি ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে তিনি কিন্তু ফেসবুকে কিছু লিখেন নাই। আসলে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মুখপাত্র হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। অর্থাৎ অসত্য, মিথ্যা, বিভ্রান্তি, কাল্পনিক কথা, ষড়যন্ত্র, চক্রান্তের মধ্য দিয়ে নিজেদের অপকর্মকে আড়াল করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’