খুলনার কয়রায় মুন্ডা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার আসামিকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
পাইকগাছা জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক মো. আনারুল ইসলাম মঙ্গলবার দুপুরে তাদের রিমান্ডে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক ইব্রাহিম আলী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন ওমর সাদিক সানা, জোবায়ের হোসেন মোড়ল, ইমরান হোসেন সরদার, শাহ আলম সানা।
পরিদর্শক ইব্রাহিম বলেন, ‘আসামিদের আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তাদের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে।’
ধর্ষণের অভিযোগে সোমবার বিকেলে কয়রা থানায় মামলা করেন ‘ভুক্তভোগী’ তরুণী। পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়। মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পলাতক।
মামলার এজাহারে বলা হয়েছে, রোববার রাতে আদিবাসী ওই নারী তার সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। অভিযুক্তরা তখন দরজা ভেঙে ঘরে ঢুকে তার মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। সোমবার দুপুরে ওই তরুণীকে হেফাজতে নেয় পুলিশ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’