পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়িতে টিসিবির পণ্য বিক্রির কারণ জানতে চেয়ে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
ক্ষমা চেয়ে চেয়ারম্যান নোটিশের জবাব দিলেও পণ্য বিক্রিতে কারচুপি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।
অভিযুক্ত সোলেমান আলী তেঁতুলিয়া উপজেলার ৭ নম্বর দেবনগর ইউনিয়নের।
নোটিশে বলা হয়, গত ১৬ এপ্রিল উপজেলার দেবনগর ইউনিয়নে নির্ধারিত স্থানে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রির স্থান নির্ধারণ করা ছিল। কিন্তু ডিলার আক্তারুল ইসলাম নির্ধারিত জায়গায় সব পণ্য বিক্রি না করে আংশিক পণ্য দেবনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্রহ্মতাল গ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বিক্রি করেন।
বিষয়টি জানাজানি হলে ডিলার জানান, সোলেমান আলীর নির্দেশেই নির্ধারিত স্থানের পরিবর্তে তার বাড়িতে পণ্য বিক্রি করা হয়েছে।
ইউএনও সোহাগ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, ‘সোলেমান আলী নামে ওই চেয়ারম্যান নির্ধারিত স্থানের পরিবর্তে তার বাড়ি থেকে টিসিবির পণ্য আংশিক বিক্রি করেছেন। এর সত্যতা প্রমাণ আমরা পেয়েছি।’
সত্যতা পাওয়ার পর চেয়ারম্যানকে রোববার এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয়া হয় জানিয়ে তিনি বলেন, ‘সোমবার চেয়ারম্যান ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন। আমরা চেয়ারম্যানকে সচেতন করেছি, একই সঙ্গে কারচুপি হয়েছে কি না তা তদন্ত করে দেখছি।’