আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে বাস টার্মিনালগুলোতে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি ডিএনসিসির কর্মকর্তাদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে সমন্বয় করে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে কাজ করতে নির্দেশ দেন।
সোমবার দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে শিশুদের মাঝে পোশাক বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। ডিএনসিসি এবং দারাজ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, ‘ফিটনেসবিহীন বাস চলাচলের মাধ্যমে কোনভাবেই ঈদের খুশিকে নষ্ট করা যাবে না। আমি বাস মালিকদের আহ্বান করছি আপনারা ফিটনেসবিহীন কোনো বাস চালাবেন না। যারা ঈদের খুশিতে বাড়িতে যাত্রা করবে তারা যেন লাশ না হয়ে যায়।’
অনুষ্ঠানে মেয়র বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের ভাবতে হবে প্রতি মুহূর্তে। এরাই আগামীর বাংলাদেশ। এই শিশুদের সঠিক পথ দেখাতে পারলেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তাদের সুস্থভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে।
‘প্রকৃত মানুষ শুধু নিজেকে নিয়ে না ভেবে সবাইকে নিয়ে ভাবে। আমাদের পাশের মানুষের কথা ভাবতে হবে, প্রতিবেশির কথা ভাবতে হবে। আমি মনে করি, প্রকৃত মানুষ কখনও অন্যের সম্পত্তি দখল করতে পারে না, খাল ভরাট করতে পারে না, পার্ক ও মাঠ দখল করতে পারে না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, উত্তর ঢাকার সব কাউন্সিলর, দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস রুশো ও হেড অব স্টেক হোল্ডার্স রিলেশনস শামসুল ইসলাম।
এর আগে ডিএনসিসি মেয়র নগর ভবনে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ এর প্রেসিডেন্ট শামিমা ইসলাম তুষ্টির সঞ্চালনায় ৩০০ দৃষ্টি প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসহায় পরিবারের মাঝে ডিজিটাল ব্লাইন্ড স্টিক ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।