বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মন্ত্রিসভার ৬৬৬ সিদ্ধান্ত বাস্তবায়ন

  •    
  • ১৮ এপ্রিল, ২০২২ ১৭:৫৮

২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ৮৯টি বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এসব বৈঠকে মোট ৭৪৮টি সিদ্ধান্ত হয়। যার মধ্যে বাস্তবায়ন হয়েছে ৬৬৬টি।

আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদে মন্ত্রিসভার ৮৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে এ বছরের মার্চ পর্যন্ত সময়কাল বিবেচনায় তৈরি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ৮৯টি বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এর মধ্যে ২০১৯ সালে ছিল ২৫টি, ২০২০ সালে ৩৫টি, ২০২১ সালে ২২টি এবং ২০২২ সালের মার্চ পর্যন্ত ৭টি।

মন্ত্রিসভার বৈঠকে মোট ৭৪৮টি সিদ্ধান্ত হয় জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যার মধ্যে বাস্তবায়ন হয়েছে ৬৬৬টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ দশমিক শূন্য ৪ শতাংশ। এখন বাস্তবায়নের অপেক্ষায় আছে ৮২টি সিদ্ধান্ত। যা মোট সিদ্ধান্তের ১০ দশমিক ৯৬ শতাংশ।’

প্রতিবেদনে বলা হয়ছে, ২০১৯ সালে মন্ত্রিসভার নেয়া ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫২টিই বাস্তবায়ন হয়েছে। এ ছাড়া ২০২০ সালের ২৫১টির মধ্যে ২৩৭টি সিদ্ধান্ত, ২০২১ সালের ১৮০টির মধ্যে ১৪১টি এবং ২০২২ সালের মার্চ নেয়া ৫৯টির মধ্যে ৩৬টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।

এ সময়ের মধ্যে ৮১টি আইন এবং ৫টি অধ্যাদেশ জারি করা হয়েছে।

২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার ৪৭ সদস্য শপথ নেন।

চলতি মেয়াদের তিন বছরের পথচলায় সরকারকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষার পাশপাশি জনগণের জীবন-জীবিকা সচল রাখতে মন্ত্রিপরিষদকে নিতে হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

২০২১ সাল ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছর। তা যথাযথভাবে পালন হয়েছে। মন্ত্রিসভার এসব বিষয়ে নেয়া সব সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়ন হয়েছে।

এ বিভাগের আরো খবর