বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁধ ভেঙে হাওরে পানি, বিপুল ধান তলানোর শঙ্কা

  •    
  • ১৮ এপ্রিল, ২০২২ ১১:৪৬

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘হুরামন্দিরা হাওরে ১০০০ হেক্টর জমি রয়েছে। এখন পর্যন্ত এ হাওরে ৮০০ হেক্টরের ধান কাটা শেষ, বাকি ২০০ হক্টরের ধান দ্রুত হারভেস্টার মেশিন দিয়ে কাটা হবে।’

উজানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে হুরামন্দিরা হাওরেও পানি ঢুকে পড়েছে।

কৃষকরা জানিয়েছেন, নদীর পানি হাওরে ঢুকে ৩০০ হেক্টর জমির ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, ২০০ হেক্টর জমির ধান হাওরের পানিতে ডুবেছে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানিয়েছেন, রোববার সকাল ১০টা পর্যন্ত জেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার দশমিক ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চেরাপুঞ্জিতে আজ ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অব্যাহত পানি বৃদ্ধির ফলে ঢলের স্রোতে রোববার সন্ধ্যা থেকে দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় কৃষক নূর উদ্দিন বলেন, ‘হাওরে আমার অনেক ধান আছে। আমার সব ধান কাটা শেষ, তবে শুনেছি প্রায় ৩০০ হেক্টর জমির ধান এখনও কাটা বাকি।’

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘হুরামন্দিরা হাওরে ১০০০ হেক্টর জমি রয়েছে। আজ পর্যন্ত এ হাওরে ৮০০ হেক্টরের ধান কাটা শেষ, বাকি ২০০ হেক্টরের ধান দ্রুত হারভেস্টার মেশিন দিয়ে কাটা হবে।’

এ বিভাগের আরো খবর