ঢাকার সাভারে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে ক্যাপ প্রস্তুতকারক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরেক কর্মকর্তা ও মাইক্রোবাসের চালক।
ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
নিহত মেহেদী হাসান পারভেজ গাজীপুরের শ্রীপুর এলাকার অ্যাক্সাকো লিমিটেড নামের একটি ক্যাপ প্রস্তুতকারক কারখানার জুনিয়র কমপ্ল্যায়েন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সাভারের রাজাশন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানায়।
আহতরা একই কারখানার এইচআর ম্যানেজার ফখরুল আহসান ও মাইক্রোবাসচালক লিয়াকত হোসেন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অ্যাক্সাকো লিমিটেড কারখানার প্রডাকশন এক্সিকিউটিভ মোশারফ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ভোরে আমাদের কারখানার দুই কর্মকর্তাকে নিয়ে মাইক্রোবাসটি শ্রীপুরের ফ্যাক্টরিতে যাচ্ছিল। পথে পাকিজা এলাকায় ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে ঢাকামুখী বেপরোয়া গতির একটি গাড়ি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে মাইক্রোবাসটির সড়কের মধ্যে নবীনগরমুখী আরেকটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত দুই কর্মকর্তাসহ মাইক্রোবাসের চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
ওসি আতিকুর রহমান বলেন, ‘ইউটার্ন নিতে গিয়ে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’