ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের সকল সক্ষমতা কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মানুষকে সেবা দিতে রেল কর্তৃপক্ষের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান তিনি।
পঞ্চগড় সার্কিট হাউসে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সেখানেই তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে কাজ করছে। সকল সক্ষমতা কাজে লাগিয়ে মানুষকে সেবা দেয়া হবে। রেলের সিডিউল ঠিক রেখে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।
‘পরিকল্পনা বাস্তবায়নে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে নানা সিদ্ধান্ত নিয়েছে। যাত্রী সেবায় প্রতিটি আন্ত:নগর ট্রেনে যোগ হবে অতিরিক্ত কোচ। প্রায় ১শ টি কোচ যোগ করার পরিকল্পনা আছে। সমন্বিত চেষ্টায় মানুষের রেল ভ্রমন নির্বিঘ্ন ও নিরাপদ হবে। এতে করে ঈদে বাড়ি ফেরা নিয়ে মানুষের উৎকন্ঠা দূর হবে বলে মনে করছি।’
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের এমপি মোজাহারুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মো. ইউনুস আলী সহ সরকারি কর্মকর্তারা। এছাড়া জেলার ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ইফতারে অংশ নেন।
ইফতার মাহফিলের আগে দেশের স্বাধীনতা সুরক্ষা ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।